প্রকাশিত: Sat, May 27, 2023 4:34 PM আপডেট: Fri, May 9, 2025 2:26 PM
সুনামগঞ্জে দেড়শ কোটি টাকার খড় সংগ্রহ, ঘাস কম হলেও গো-খাদ্যের ঘাটতি হবে না
তাছাদ্দুক রাজা, সুনামগঞ্জ: কয়েক বছর পর এবার শঙ্কাহীনভাবে উৎসবমুখর পরিবেশে বোরোধান মাড়াই করেছেন জেলার পৌঁনে চার লাখ কৃষক। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় ধান শুকানো শেষ করে গৃহপালিত পশুর প্রধান খাদ্য খড় শুকিয়ে গাদায় তুলতে ব্যস্ত কৃষকরা। কাঁচা ঘাস কম উৎপাদন হওয়ায় শুকনো খড়ের উপর নির্ভরশীল জেলার সাড়ে ৭ লক্ষের অধিক গরু-মহিষ।
সুনামগঞ্জ প্রাণিসম্পদ দপ্তর জানায়, এবার ২ লাখ মে. টন শুকনো খড় উৎপাদন হয়েছে। প্রত্যেক কেজি খড়ের সর্বনিম্ন বাজার মূল্য ৮ টাকা দরে উৎপাদিত খড়ের মূল্য ১৬০ কোটি টাকা নির্ধারণ করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষক জমশেদ আলী বলেন, ধান শুকানো শেষ। এখন খড় শুকিয়ে বাড়িতে নিচ্ছি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বললেন, সুনামগঞ্জ জেলায় সাত লক্ষ ৬০ হাজারের উপর গরু-মহিষ রয়েছে। হাওর অধ্যুষিত এই জেলা বছরের অর্ধেক সময় পানিতে নিমজ্জিত থাকে, তাই এখানে কাঁচা ঘাস কম পাওয়া যায়। যার কারণে এখানে শুকনো খড় প্রধান গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় ২ লাখ ২২ হাজার ৭৯৫ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৯৫ হেক্টর বেশি। সম্পাদনা: মুরাদ হাসান